বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘কোনো দল নির্বাচনে না এলে তাদের রাজনীতি করা উচিত নয়’

গোপালগঞ্জ প্রতিনিধি

কোনো দল নির্বাচনে না আসলে তাদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের আহŸান জানাবে। কমিশনে নিবন্ধিত ৪০টি দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। কোনো দল নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া তাদের দলের ব্যাপার। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। তিনি গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর দেশের পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা স্বতঃস্ফ‚র্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, সাধারণ সম্পাদক শেখ আবুল বসার খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর