বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর সঙ্গে মেঘালয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে আগের সব রুট চালু করতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সড়কপথে যাতায়াতের যেসব পথ ছিল, তা আবার চালু করতে চাই। গতকাল বিকালে গণভবনে ভারতের মেঘালয় রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। উন্নয়নের জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বিশ্বব্যাপী আলোচনার মধ্যে মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কুল অব বিজনেসের ডিন অলকা শর্মার নেতৃত্বে প্রতিনিধিদলটি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর থেকে যেসব সড়ক রুট বন্ধ হয়ে আছে, তা পুনরায় আমরা চালু করতে চাই। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান আলাদা হলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের অনেক রুটে সরাসরি বাস ও ট্রেন যোগাযোগ ছিল। যুদ্ধের পর এসব রুট বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আঞ্চলিক যোগাযোগে বিশেষ গুরুত্ব দিয়েছে। ভারত হয়ে নেপাল-ভুটানে সরাসরি চলাচলও আলোর মুখ দেখছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তিনি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের কথাও বলেন। মেঘালয়ের প্রতিনিধিদলও দুই দেশের জনগণের মধ্যে বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, তথ্য-প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে এবং এসব ক্ষেত্রে দুই দেশ একত্রে কাজ করতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর