বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইনের শাসন প্রতিষ্ঠায় যুদ্ধাপরাধের বিচার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধের বিচার শুরু করেছেন। বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার বিচারও তিনি একই উদ্দেশ্যে করেছেন। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারসহ কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখা। এতে আইনমন্ত্রী আরও বলেন, আইনজীবীরা বার কাউন্সিল নির্বাচনে প্রমাণ করেছেন তারা যুদ্ধাপরাধের বিচার সমর্থন করেন। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, গত কয়েক বছর দেখেছি বার কাউন্সিলের একটাই কাজ ছিল- যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলা, তাদের বিচারের বিরোধিতা করা। এখন বার কাউন্সিল জনগণের পক্ষে, আইনজীবীদের পক্ষে কাজ করবে। সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, বার কাউন্সিল গত তিন বছরে একটা রাজনৈতিক প্লাটফর্মে পরিণত হয়েছিল। আমি নির্বাচিত হওয়ায় সাধারণ আইনজীবীরাও খুশি হয়েছেন, যেন তারা নিজেদের অধিকার ফিরে পেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর