বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এরশাদের সঙ্গে বার্নিকাটের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন, তা হলো- চরমপন্থিদের হুমকি মোকাবিলার কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে। এ হুমকি মোকাবিলার জন্য অংশীদারদের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত। এ ছাড়া বার্নিকাট জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক দুই রাষ্ট্র ও জনগণের কল্যাণ বয়ে আনে এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সমস্যাগুলো মোকাবিলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর