বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফোবানা কনভেনশন শুরু ২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)-এর ৩০তম কনভেনশন শুরু হবে আগামী বছরের ২ সেপ্টেম্বর। ওয়াশিংটন ডিসির হোটেল শেরাটনে তিন দিনব্যাপী এ কনভেনশন চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি আজাদুল হক। বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, ট্রেজারার শাহ হালিম প্রমুখ। আজাদুল হক বলেন, আগামী ফোবানা কনভেনশনে প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসহ এ প্রজন্মের শিল্পীরা অংশগ্রহণ করবেন। শুধু একটি সংগঠনই ফোবানার সদস্য হতে পারে, কোনো ব্যক্তি নয়। সারা বছর অনেক স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সদস্য সংগঠনের সেবা প্রদান করা হয় বলে উল্লেখ করেন তিনি।

বক্তারা বলেন, বছরজুড়ে ফোবানা কনভেনশনের জন্য অপেক্ষায় থাকেন লাখ লাখ প্রবাসী। এখানে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেওয়া হয়। কনভেনশনে ট্যুরিজম, রিয়েল এস্টেট, হ্যান্ডিক্রাফটস, আইসিটি, বুক স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তারা বলেন, কিছু ব্যক্তি ফোবানার নাম ভাঙিয়ে ভিসা দেওয়ার নাম করে প্রতারণা করে আসছেন। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। পর্যটন খাতে অসামান্য অবদান রাখতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছে ফোবানা।

সর্বশেষ খবর