বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিজামীর আপিলে যুক্তিতর্ক ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের ওপরে শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। তিনি ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৩০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে নিজামী আপিল করেন।

শরীয়তপুরের দুজনের অভিযোগ আমলে নেওয়ার দিন ধার্য : মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের মো. সুলাইমান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে ২২ ডিসেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। একই সঙ্গে সুলাইমানের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। গত ১৫ জুন সুলাইমানকে আটক করে জেলে পাঠানো হয়। অপর আসামি ইদ্রিস আলী পলাতক। আসামিদের বিরুদ্ধে একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় শরীয়তপুরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন।

সর্বশেষ খবর