শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীতে সাহিত্য সম্মেলন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নান। তিন পর্বের প্রথম দিনের অনুষ্ঠানগুলোয় অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, বিভাগীয় কমিশনার কবি আবদুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবুল ফজল  প্রমুখ। সাহিত্যানুরাগী মোস্তাইন বিল্লাহ দারা, কবি সাহিদা আক্তার পুতুল, অধ্যাপক আবদুল মান্নান, লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়, অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন প্রমুখ।

এ ছাড়া আজ দ্বিতীয় দিনের চার পর্বের অনুষ্ঠানে অতিথি থাকবেন কবি রোজী রহমান, অধ্যাপক গুলশান আরা বেগম, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক কবি কামাল মাহমুদ, সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, অধ্যাপক আনোয়ারুল করিম, অধ্যাপক রেহেনা বেগম, অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক হাবিব আর রহমান, অধ্যাপক মো. মাজহারুল ইসলাম।

সর্বশেষ খবর