শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশের ৬০ হাজার গৃহহীন শিগগিরই নতুন ঘর পাবে : ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে ১০ হাজার গৃহহীন পরিবারের ৬০ হাজার মানুষের জন্য সুদৃশ্য ঘর নির্মাণের কাজ শুরু করেছে। সরকার দেশের গৃহহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসনের কাজ চলমান রেখেছে। গতকাল সকালে পাবনার ঈশ্বরদী পৌর এলাকা, সাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ও ছলিমপুরের বড়ইচারা গ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নির্মিত নতুন পাকা বাড়ি হস্তান্তর শেষে ছলিমপুরের বড়ইচারা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, ২০০৯-১৩ সময়ে সরকার বিনামূল্যে জমিসহ ঘর নির্মাণ করে ৬০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করেছে। এবারও সরকার তা অব্যাহত রেখেছে। ২০২০ সালের মধ্যে ৫ লাখ গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর আগে মন্ত্রী পাবনার সাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা মৃত আবদুস সাত্তার, ঈশ্বরদী পৌর এলাকার মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম মিন্টু ও ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ২৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত ‘বীরনিবাস’গুলোর চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, ডেপুটি কমান্ডার আবদুল খালেক, মুক্তিযোদ্ধা তহুরুল ইসলাম, ফজলুর রহমান ফান্টু, আবদুল খালেক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর