রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুধু আইন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না:

বিচারপতি তাফাজ্জল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক সালিশি আদালতের বিচারক মো. তাফাজ্জল ইসলাম বলেছেন, আইন করে সব হয় না। শুধু আইন করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য দরকার জনসচেতনতা। নিজেদের সচেতন করে তুলতে পারলেই আইনের শাসন প্রতিষ্ঠা হবে। গতকাল সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি টেইলরকে দেওয়া এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজ সারা পৃথিবী হিংসায় উন্মত্ত। এখানে বোমা ওখানে বোমা। এখন দরকার শান্তি। কোনো মায়ের কান্না আর শুনতে চাই না। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের  চেয়ারম্যান ড. মিজানুর রহমান, আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, মাহবুবউদ্দিন খোকন, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আমরা আইনজীবীরা ইনকাম করি, কিন্তু সাধারণ মানুষকে কতটা দিই। খুব কম। আমরা কয়টা স্কুল, কলেজ, মাদ্রাসা করেছি। খুব কম। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, তাদের জন্যও কিছু করুন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, আমাদের দেশে আপনি রাজনীতিতে সম্পৃক্ত না থাকলে জীবদ্দশায় সম্মানিত হবেন এটা দুরূহ ব্যাপার। কিন্তু ভেলরি টেইলর সম্মাননা পাচ্ছেন। তিনি সাধারণ মানুষের সেবার রাজনীতি করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর