রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাইবার অপরাধ রোধে আইন হচ্ছে : পলক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাইবার অপরাধ রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। গতকাল দুপুরে সিলেটের এমসি কলেজে বেসরকারি মোবাইল কোম্পানি রবির ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে প্রযুক্তির ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। এ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে সক্ষমতা তৈরি করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সিগন্যাল পেলেই দ্রুত ফেসবুকসহ সাময়িক বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে। তিনি বলেন, কোম্পানীগঞ্জে ১৬২ একর জমিতে সিলেট ইলেকট্রনিক সিটি গড়ে তোলা হচ্ছে। ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ লাখ। এখন তা বেড়ে হয়েছে ৫ কোটি ৬০ লাখ। সরকার সবার দোরগোড়ায় ইন্টারন্টে সেবা পৌঁছে দিতে সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ১ লাখ ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি ও রবির চিফ করপোরেট ও পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর