রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে ৩৭টি ব্যাগে আনা কাপড়গুলো জব্দ করা হয়। প্রতিটি ব্যাগের ওজন প্রায় ৩০ কেজি। এর মধ্যে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, ফেব্রিক্স ও গার্মেন্টস সামগ্রী রয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কাস্টমস গোয়েন্দাদের তল্লাশি টের পেয়ে কাপড়ের ব্যাগগুলো কে বা কারা ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ভারতীয় কাপড় পাওয়া যায়।

ব্যাগেজ রুল বর্হিভ‚তভাবে কাপড়গুলো আনা হয়েছে। জব্দকৃত কাপড় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর