রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিগগিরই ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে : মতিয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে বিদ্যুতের পরিমাণ এতটাই বেশি হতে চলেছে যে শিগগিরই ফেরিওয়ালাদের মতো বিদ্যুতের লোকদেরও বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। মন্ত্রী গতকাল দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং থানা মাঠে বিদ্যুৎবিহীন ১৫০০ পরিবারের মধ্যে সোলার হ্যাজাক লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মতিয়া চৌধুরী আরও বলেন, ২০০১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে ক্ষমতায় এসে ২০০০ মেগাওয়াট বিদুৎ পেয়েছি। গত সাত বছরে আমরা সে বিদ্যুৎ ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি। আরও বিদ্যুৎ আসছে ভুটান, নেপাল ও ভারত থেকে। একই সঙ্গে আমরাও দেশে পারমাণবিক ও কয়লাবিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। তাই খুব শিগগিরই দেশে বিদ্যুতের বিপুল মজুদ তৈরি হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর