সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থী মনোনয়নে আজ বৈঠকে বসছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সন্ধ্যা ৬টায় দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে পৌরসভার মেয়র পদে দলের মনোনয়ন পেতে গতকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক প্রার্থীর নাম জমা পড়েছে কেন্দ্রে। তার মধ্যে অধিকাংশ পৌরসভাতেই একাধিক প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। যেসব জেলা এখনো প্রার্থী তালিকা পাঠায়নি তাদের আজ দুপুর ১২টার মধ্যে প্রার্থীর নাম পাঠাতে নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে জেলা নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন বেগম মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, ওবায়দুল কাদের, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, দীপু মনি, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, এস এম কামাল হোসেন প্রমুখ। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস উপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডে যুক্ত হচ্ছে নতুন সাত মুখ : স্থানীয় সরকার-পৌর নির্বাচনের জন্য দলের গঠিত ‘মনোনয়ন সিলেকশন বোর্ড’-এ নতুন সাত মুখ যুক্ত হচ্ছে। তারা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের পূর্ব ঘোষিত ১১ সদস্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন। নতুন সাত মুখ হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, প্রবীণ নেতা ও সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ডা. দীপু মনি, ড. আবদুর রাজ্জাক ও কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

সর্বশেষ খবর