সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

বন্দী বিনিময় ও জরিপ নিয়ে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক, যশোর

 

যশোরে বাংলাদেশ-ভারতের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলনে দুই দেশের মধ্যে বন্দীবিনিময়, যৌথ সীমান্ত জরিপ নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। গতকাল যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে যশোর, সাতক্ষীরা এবং ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অধিনায়করা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। অন্যদিকে ভারতের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগুনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট মনমিত নন্দা। আরও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগুনা জেলার পুলিশ সুপার তত্ময় রায় চৌধুরী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর