সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
দুদক কমিশনারদের জবাবদিহিতা

হাইকোর্টের রায় আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক

দুদক চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা অবৈধ ও বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগ। দুদক চেয়ারম্যানের আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ বিষয়ে ‘নো অর্ডার’ দেন। ফলে এখন হাইকোর্টের রায়ই বহাল থাকল বলে আইনজীবীরা জানিয়েছেন।

আপিল বিভাগে দুদক চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। উল্লেখ্য, ২০০৪ সালের দুদক আইনের ১২(২) ধারায় বলা হয়, ‘চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনাররা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারদের জবাবদিহিতা থাকবে।’

ওই ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী কামাল হোসেন চলতি বছর এই রিট আবেদন করেন। এরপর প্রাথমিক শুনানি শেষে ১৪ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলের শুনানি করে হাইকোর্ট ১৯ নভেম্বর রায় দেন। দুদক চেয়ারম্যান ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালত শুনানির জন্য নিয়মিত বেঞ্চে এটি পাঠিয়ে দেন।

সর্বশেষ খবর