সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রবি-এয়ারটেলের একীভূত হওয়ার আবেদন নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

কমিশনের মাধ্যমে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনের নিষ্পত্তি কেন করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সচিব, টেলিকম সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং রবি ও এয়ারটেল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী এবং তার সঙ্গে ছিলেন উজ্জ্বল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর