সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করেছে ভাড়াটিয়া পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মো. মোস্তফা, হাবিব, শামীম, ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা শহরের ৭৭৫টি এলাকায় প্রতি স্কয়ার ফুটে চার টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত মাসিক ভাড়া নির্ধারণ করা হলেও বাড়ির মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।

সিটি করপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া অনুযায়ী হাতিরপুল এলাকার ৪০০ স্কয়ার ফুটের বাসা থেকে মাসিক ভাড়া আদায় হওয়ার কথা চার হাজার ৮০০ টাকা। কিন্তু বাড়ির মালিক ভাড়াটিয়াদের থেকে আদায় করছেন ২৬ হাজার টাকা।

সর্বশেষ খবর