মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশেষ অভিযানে আরও ৪৩ জন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

সন্ত্রাস-নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ ও র‌্যাব গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে আরও ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জামায়াত-বিএনপি ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নড়াইল : নড়াইলে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া পুলিশ নড়াগাতির ঘনশ্যামপুর থেকে আট মামলার আসামি ও ‘ভাড়াটে সন্ত্রাসী’ হাবি সিকদারকে (৫০) ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে। হাবি ওই গ্রামের সৈয়দ সিকদারের ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, হাবি ভাড়াটে সন্ত্রাসী। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। ময়মনসিংহ : নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পিকুল বিএনপি দলীয় মেয়র। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে করা দুটি মামলার পরোয়ানা ছিল। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রংপুর : পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী জানান, শরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নরসিংদী : ঘোড়াশালের গাগড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী তৌফিককে গ্রেফতার করেছে নরসিংদীর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে পলাশ থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ খবর