শিরোনাম
বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কলকাতার উদ্দেশে মৈত্রী মোটর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

ফ্লাগ অফ অনুষ্ঠান শেষে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি। গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের র‌্যালিতে অংশ নেওয়া গাড়িগুলোর ফ্লাগ অফ করেন। বেনাপোল দিয়ে যাওয়ার পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য র‌্যালিটি বিরতি করে। এ র‌্যালিতে ৮০ জন প্রতিনিধি রয়েছেন। র‌্যালি শুরুর আগে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ। ওবায়দুল কাদের বলেন, সব সংশয়, অবিশ্বাস ভেঙে দেওয়ার পাশাপাশি আমাদের সীমান্তের দেয়ালও ভেঙে দিতে হবে। ইউরোপ যদি সীমান্তের সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে আমরা কেন পারব না। আমাদের মধ্যে তো সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। আমরা নতুন দিকে যাত্রা শুরু করলাম। শুরুতে কিছু সমস্যা হয়তো থাকবে। কিন্তু সমস্যা সমাধান করে গন্তব্যে পৌঁছাতে হবে। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, আজ ইতিহাসের এক স্মরণীয় দিন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় মাসের প্রথম দিনে মোটর র‌্যালি এক শুভ সূচনা। এর আগে রবিবার মৈত্রী শোভাযাত্রা ঢাকায় পৌঁছে। পরদিন আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে সেমিনারের আয়োজন করা হয়। উল্লেখ্য, সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা সাড়ে তিন হাজার কি.মি পথ পাড়ি দিয়ে রবিবার ঢাকায় পৌঁছে। চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়িবহরের মৈত্রী মোটর শোভাযাত্রা শুরু হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শনিবার দুপুরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে মৈত্রী শোভাযাত্রা বাংলাদেশে ঢোকে।

সর্বশেষ খবর