বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাবিতে বিজয় শোভাযাত্রা

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। পাশাপাশি সার্ক ও জাতিসংঘ থেকে পাকিস্তানের সদস্য পদ বাতিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক থাকবে না বলেও ঘোষণা দেন উপাচার্য। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে বিজয় র‌্যালি-পরবর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয় র‌্যালি শুরু হয়। বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সর্বশেষ খবর