শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাঁচ বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছেন। গতকাল ভোরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫), আবদস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৭), শামীম হোসেনের ছেলে গোলাম (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও আফতাব হোসেনের ছেলে রুহুল আমিন (৪০)। স্থানীয়রা জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু রাখালকে ধাওয়া করেন। এক পর্যায়ে ভারতীয় গরু রাখালরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরাও তাদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে গোয়ালপাড়ায় পটোল খেতে কর্মরত পাঁচ বাংলাদেশিকে মারধর করেন এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে স্থানীয় সীমান্তবাসী ও বিজিবি একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। আহত বাংলাদেশিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পাঁচজন নন, দুজন আহত হয়েছেন দাবি করে বলেন, ইতিমধ্যে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হবে।

সর্বশেষ খবর