শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ২৪তম বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে দিবসটি পালনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। অতীতের মতো এবারও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত এবং একীভূত করা খুবই জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, আমি বাংলাদেশসহ বিশ্বের সব প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর