বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৮ বাংলাদেশি

উখিয়া প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে গতকাল দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে ৪৮ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত দিয়েছে মিয়ানমার ইমিগ্রেশন। এসব অভিবাসী সম্প্রতি সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হন। গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি প্রতিনিধি দল মিয়ানমার ঢেঁকিবুনিয়ার ইমিগ্রেশন অফিসে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে পতাকা বৈঠকে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২০ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা ফেরদৌসী, মেডিকেল অফিসার ডা. রবিউর রহমান রবিসহ কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশ কর্মকর্তা ও আইওএম-এর প্রতিনিধি। অন্যদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশনের ডেপুটি ডাইরেক্টর সু-নাইন। উল্লেখ্য, এর আগে ৮ জুন ১৫০ জন, ১৯ জুন ৩৭ জন, ২২ জুলাই ১৫৫ জন, ১০ আগস্ট ১৫৯ জন, ২৫ আগস্ট ১২৫ জন, ১২ অক্টোবর ১০৩ জন এবং গতকাল ৪৮ জনসহ ৭৭৭ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে চোরাচালান, অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল ফেরত আসা অভিবাসীদের মধ্যে কক্সবাজারের ১৯ জন, যশোরের ১২ জন, নারায়ণগঞ্জের ৩ জন, পাবনার ১ জন, খুলনার ১ জন, নোয়াখালীর ১ জন, কিশোরগঞ্জের ১ জন, গোপালগঞ্জের ১ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের ৩ জন, টাঙ্গাইলের ৪ জনসহ ৪৮ জন অভিবাসী। উখিয়া সহকারী পুলিশ সুপার আবদুল মালেক মিয়া জানান, ফেরত আসা অভিবাসীদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে যাচাই-বাছাই করে পুলিশের মাধ্যমে পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর