রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাবি ছাত্রী হেনস্তা

রিমান্ডে চালকের সহকারী

আদালত প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শুকতারা পরিবহনের বাসচালকের সহকারী মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামুনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে রাজধানীর দারুস সালাম থানা পুলিশ। শুক্রবার শুকতারা পরিবহনের একটি বাসে ঢাবির ওই ছাত্রী মানিকগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। তার পাশের ফাঁকা আসনে বাসচালকের সহকারী মামুন বসেন। পরে তিনি ওই ছাত্রীর গায়ে হাত দেন। প্রতিবাদ করলে গালিগালাজসহ অশালীন আচরণ করেন। এ সময় বাসে ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। তবে তারা কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে ওই ছাত্রী গাবতলীতে নেমে দারুস সালাম থানায় অভিযোগ করেন। এই অভিযোগই মামলা হিসেবে গণ্য করা হয়। পরে শুক্রবারই অভিযান চালিয়ে গাবতলী থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর