রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৬ ডিসেম্বর উপলক্ষে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বাণী

নিজস্ব প্রতিবেদক

আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নব্বই-পরবর্তী দুই দশকে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভ‚মিকা রেখেছে। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাণীতে বলেছেন, স্বাধীনতার ৪৪ বছরে গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে। গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়েছে। কিন্তু এ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘœ করেছে।

সর্বশেষ খবর