সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাল্টাপাল্টি মিছিলে বকশীগঞ্জে উত্তেজনা

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ছাএলীগের

জামালপুর প্রতিনিধি

পাল্টাপাল্টি মিছিলে জামালপুরের বকশীগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকাদারের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক বাবলু চিশতিকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে শহরে মিছিল বের করে। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কিয়ামত উল্লাহ কলেজ গেট এলাকা সমাবেশ করে। সমাবেশে বক্তারা চিশতিকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। এর আধ ঘণ্টা পর বিএনপি থেকে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা নজরুল সওদাগরের নেতৃত্বে বাবুল চিশতির মালিকাধীন জুট মিলের শ্রমিকদের নিয়ে পাল্টা লাঠি মিছিল বের হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘাতের আশঙ্কায় শহরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বাবুল চিশতিকে রাজাকার আখ্যা দিয়ে বকশীগঞ্জ পৌর শহরে পোস্টারও লাগানো হয়। ছাত্রলীগ সভাপতি জুমান অভিযোগ করেছেন, পুলিশ প্রভাবশালী বাবলু চিশতির পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের হয়রানি করছে।

সর্বশেষ খবর