সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা

বাগেরহাট মেরিন ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

আধিপত্য বিস্তার নিয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গতকাল বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার রাতে প্রথমবর্ষ শিক্ষার্থীদের হোস্টেলে তালা ও তাদের মালামালের ক্ষতিসাধন করা নিয়ে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার জের ধরে বহিরাগত কিছু লোকজন ক্যাম্পাসে ঢুকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ভয়ভীতি দেখালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এ অবস্থায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে কর্তৃপক্ষ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে গতকাল বিকালের মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। পরে পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়।

 জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম  জানান, পরিবেশ নির্বিঘ্ন রাখতে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ শান্ত হলে আগামী সপ্তাহের মধ্যে ইনস্টিটিউট খুলে দেওয়া হবে।

সর্বশেষ খবর