সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনেক পাকিস্তানিও ৭১-র বর্বরতার নিন্দা জানিয়েছে

------------- হিনা জিলানি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের কিছু নাগরিক। এই মন্তব্য করেছেন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (এসএইচআর) চেয়ারপারসন এবং পাকিস্তানের মানবাধিকার বিশেষজ্ঞ হিনা জিলানি। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে দক্ষিণ এশীয় শান্তি মিশন’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের নাজিশ আতাউল্লাহ, মালদ্বীপের মোহাম্মদ লতিফ ও আমিনা জামিল, শ্রীলঙ্কার সিতারা শিরীন, আনুশাহ কল্যুর ও দীক্ষা ইলাংগাসিঙ্গে, নেপালের ধর্মিতা মিজার, বাংলাদেশের সাদেকা হালিম ও আসিফ নজরুল। এসএইচআর বাংলাদেশের গ্যুরো সদস্য ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা  অ্যাডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। হিনা জিলানি বলেন, পাকিস্তানের নাগরিকদের একটি অংশ বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও বর্বতার ঘৃণা জানিয়েছে।

 বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলতে সাহস জুগিয়েছে।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, দক্ষিণ এশিয়ায় সংঘাতময় পরিস্থিতি নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দেশগুলোতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ভ‚লুণ্ঠিত হচ্ছে। বেড়ে চলেছে উগ্রবাদ বা চরমপন্থা, অসহিষ্ণুতা। তিনি বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আমাদের যে প্রত্যাশা সে ক্ষেত্রে আশানুরূপ কিছু হয়নি।

সর্বশেষ খবর