বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে বিচ কার্নিভাল শুরু ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের প্রথম বিচ কার্নিভালের সূচনা হবে ৩১ ডিসেম্বর। তিন দিনের জমজমাট এই অনুষ্ঠান শেষ হবে পর্যটন বর্ষের দ্বিতীয় দিন ২ জানুয়ারি। এই কার্নিভালের আয়োজনে থাকছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি। বিচ কার্নিভালের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। এ জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গ্রে অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে চুক্তি করেছে মন্ত্রণালয়। জানা গেছে, তিন দিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে দেশি-বিদেশি স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে থার্টিফার্স্ট নাইটসহ প্রতিদিন ওপেন এয়ার কনসার্ট। এর মধ্যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মিউজিক্যাল কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি। বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হবে মেগা বিচ কার্নিভাল। থাকবে দেশীয় ঐতিহ্যবাহী নানা খেলাধুলা ও ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হবে আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিদের। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। কক্সবাজারের পর্যটনকে প্রসারিত করতে এই প্রথম মেগা বিচ কার্নিভাল আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর