বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিহাদের মৃত্যুতে শাস্তি হয়নি কারও, পরিবার পায়নি ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির শিশু জিহাদের কথা নিশ্চয়ই মনে আছে। তিন বছর বয়সী ছোট্ট শিশুটি গত বছর ২৬ ডিসেম্বর খেলতে গিয়ে ঘরের কাছে পরিত্যক্ত গভীর একটি পাইপে পড়ে করুণভাবে মৃত্যুবরণ করে। জিহাদের মৃত্যুর এক বছর না হতেই গতকাল শ্যামপুরে আবার ঘটল আরেকটি দুর্ঘটনা। অথচ জিহাদের মৃত্যুতে এখন পর্যন্ত কারও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, উচ্চ আদালত থেকে জিহাদের মৃত্যুর জন্য পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রুল জারি করা হলে তাও পায়নি জিহাদের পরিবার।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে মাঠ সংলগ্ন পানির পাম্পের ৩০০ ফুট গভীর একটি পাইপের ভিতরে জিহাদ নামে চার বছরের এক শিশু পড়ে যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানেও শিশু জিহাদকে উদ্ধারে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তার নিথর দেহও তুলে আনেন একদল স্বেচ্ছাসেবী।

সর্বশেষ খবর