বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোদির প্রশংসায় এরশাদ

লালমনিরহাট ও কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সকালে পশ্চিমবঙ্গের দিনহাটায় নিজের পৈতৃক বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এই প্রশংসা করেন। এরশাদ বলেন, ভারতের সংসদে যেভাবে স্থলসীমান্ত সম্পর্কিত বিলটি পাস হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

 এটা বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক চেষ্টার ফলেই এই কাজটি সম্ভব হয়েছে।

এরশাদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকাল পৌনে ১১টার দিকে মেখলিগঞ্জের চ্যাংরাবান্দা আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে কুচবিহার জেলায় প্রবেশ করেন। আগামী কয়েক দিন তিনি দিনহাটার পৈতৃকবাড়িতে অবস্থান করবেন।

এর আগে এরশাদ বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে সাংবাদিকদের বলেন, ‘যে বিএনপি একদিন জাতীয় পার্টিকে নিঃশেষ করার চক্রান্ত করেছিল, জাতীয় পার্টির নেতা-কর্মীদের জেলে পুড়ে ছিল, আমাকে জেলে পাঠিয়েছিল- সেই বিএনপিই আজ নিঃশেষের পথে।’

এ সময় এরশাদের ছেলে এরিক এরশাদ, ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের তার সঙ্গে ছিলেন। পরে তারা এরশাদের সঙ্গে ভারতে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর