বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সমবায় মার্কেটের নির্মাণ কাজ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে সমবায় সুপার মার্কেটের নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ১৫৫ ব্যবসায়ীর তরফ থেকে বলা হয়েছে, দোকান বরাদ্দের বিষয়টি সুরাহা না করে নতুন করে বরাদ্দ দিতে থাকায় জটিলতা তৈরি হচ্ছে। একটি প্রভাবশালী মহলের তদবিরের কারণে তারা কোথাও প্রতিকার পাচ্ছেন না। ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক রাহেলা জাকির। তিনি বলেন, সন্ত্রাসী দিয়ে মার্কেট দখল ও ভাঙার কাজ চলছে। প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা করা হচ্ছে। মার্কেটটি ভাঙার ফলে ১৫৫ ব্যবসায়ী পথে বসেছেন। এর মধ্যে সহায় সম্বল হারিয়ে ১০ ব্যবসায়ী হার্ট অ্যাটাকে মারা গেছেন। নতুন করে সাড়ে ৫ লাখ টাকা করে নিয়ে ভবনে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর