শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচারককে হুমকি

দুই দিনের রিমান্ডে প্রতারক আমজাদ

আদালত প্রতিবেদক

রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমানকে হুমকি দেওয়ার মামলায় আসামি আমজাদ হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর সঙ্গে আরেক আসামি শহিদুল ইসলাম খানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর বিচারক শেখ হাফিজুর রহমানকে তার কার্যালয়ে টেলিফোন করেন প্রতারক ব্যক্তি। বিচারক ফোন ধরলে অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি নিজেকে রাষ্ট্রপতির ছেলে বলে দাবি করেন। এরপর প্রতারক বিচারককে বলেন, দারুস সালাম থানায় ৭৬(১০)১৫ মামলায় দুটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি দুটি তার (ফোন করা ব্যক্তি) নিকটাত্মীয়ের। গাড়ি দুটির প্রকৃত মালিকের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তিনি (বিচারক) যেন ওই গাড়ি দুটি ছেড়ে দেওয়ার অনুমতি দেন। এর মধ্যে গাড়ি দুটি জিম্মায় দেওয়ার আবেদন খারিজ হয়ে যায়।

সর্বশেষ খবর