সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
গণপিটুনিতে ৮ জন নিহত

ডাকাতির কথা স্বীকার করলেন গ্রেফতারকৃতরা

নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে ‘ভাই ভাই স্টোর’ নামের চালের আড়তে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে লোকমান হোসেন নামের ওই ডাকাতের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জবানবন্দি দেওয়া লোকমান চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান বেপারীর ছেলে। এদিকে ডাকাতির ঘটনায় গ্রেফতার অপর তিন ডাকাত এখনো আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা হলো ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আড়াইহাজারের পুরিন্দা বাজারে বৃহস্পতিবার ডাকাতির ঘটনায় গণপিটুনিতে ৮ জনের মৃত্যু ও আহত হয়েছে চারজন। আহত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিত্সাধীন ও একজন লোকমান হোসেন গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দিতে সে স্বীকার করেছে, এ ডাকাতির ঘটনায় সে দুজনকে চিনে।

 তাদের দেওয়া কাজের প্রতিশ্রুতি পেয়েই ঢাকা এসেছিল লোকমান। সে জানায়, রাত ১১টার পর তারা নারায়ণগঞ্জের আরও কয়েকটি স্থানে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গভীর রাতে যায় আড়াইহাজারের পুরিন্দা বাজারে।

এদিকে ঘটনাস্থল পুরিন্দা এলাকায় এখনো আতঙ্ক কাটেনি। গ্রেফতার আতঙ্কে দিনের বেলা মানুষ থাকলেও রাতে শূন্য হয়ে যায়।

সর্বশেষ খবর