মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দ্রুত জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে রওশন এরশাদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে দ্রুত জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। একই সঙ্গে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আহ্বান জানান।

রওশন এরশাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় রওশন এরশাদ বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে দুই বছর আগে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল তার প্রায় সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে। আর জিএসপি সুবিধা ফিরে পাওয়া এখন বাংলাদেশের ন্যায্য দাবি। জবাবে থমাস শ্যানন বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে জিএসপি সমস্যা সমাধানের জন্য আন্তরিক। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য তার সরকার কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর