মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব যুদ্ধাপরাধীর বিচারের মধ্যেই রাষ্ট্রের সাফল্য

--- ইমরান এইচ সরকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের আলোচনা সভায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, গত চুয়াল্লিশ বছরে বাংলাদেশের অনেকগুলো অর্জন  আছে, আবার অনেক ব্যর্থতাও রয়েছে। দুটি অর্জন হলো যুদ্ধাপরাধীদের বিচার কাজ ও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা। তিনি বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার মধ্যেই রয়েছে রাষ্ট্রের বড় সাফল্য। আমাদের এই সাফল্য অর্জন করতে হবে।

গতকাল বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চ আয়োজিত ‘জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি : মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কোন পথে আমরা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইমরান এইচ সরকার আরও বলেন, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো— মুক্তিযুদ্ধের শহীদ পরিবারগুলোর কোনো খবর ও দায়-দায়িত্ব আমরা নেই না।

সর্বশেষ খবর