শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় অনশনে ১৮ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ১৮ বাংলাদেশি ছয় দিন ধরে অনশন করছেন। দেশটির উত্তরের শহর ডারউইনের উইকহ্যাম পয়েন্ট ডিটেনশন সেন্টার নামক একটি বন্দীশিবিরে আটক অবস্থায় সোমবার তারা অনশন শুরু করেন। একজনের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অনশনকারীরা শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে তিন বছর ধরে বন্দীদশায় দিন কাটাচ্ছেন। শরণার্থীদের আইনি সেবা দেওয়া রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রে কয়েক দফায় এমন অনশন করেছেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে বন্দীদশায় থাকা বাংলাদেশিরা।

অস্ট্রেলিয়ার টেলিভিশন এসবিএসের অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, অনশনকারীদের বেশির ভাগ পানি পর্যন্ত স্পর্শ করছেন না। ফলে বুধবার রাতে একজন পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবশ্য চিকিত্সার পর তাকে আবার ডিটেনশন সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর পরই আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের বন্দীশিবিরের ভিতরই চিকিত্সা দেওয়া হয়। রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের আইনজীবী রিনতাউল বলেছেন, দীর্ঘ সময় ধরে বন্দী অবস্থায় থাকার পরও ভিসা বা মুক্তি না পাওয়ায় বেশ কিছু দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন শরণার্থীরা। পরে একরকম বাধ্য হয়েই তারা অনশন শুরু করেছেন। রিনতাউল জানান, উইকহ্যাম পয়েন্ট ডিটেনশন সেন্টার থেকে মঙ্গলবার ৩০ জনসহ গত কয়েক সপ্তাহে ৮০ জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী ভিসা পেয়েছেন। কিন্তু সম্ভব সব আবেদন ও চেষ্টা করার পরও ভিসা না দেওয়াকে এ ১৮ জন চরম অবিচার বলে মনে করছেন। এ কারণে শেষ চেষ্টা হিসেবে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য অনশন শুরু করেছেন বলে মন্তব্য শরণার্থী আইনজীবীর।

সর্বশেষ খবর