শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের কমিটি

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক হাসান আরেফিন সভাপতি, বাসসের সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রাজধানীর মিরপুরের তামান্না পার্কে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে আগামী ২০১৬-২০১৭ দ্বি-বার্ষিক মেয়াদের জন্য ১৫ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

সর্বশেষ খবর