রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তুলা আমদানিতে চীনকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকের কাঁচামাল হিসেবে বিশ্বের সর্বাধিক তুলা আমদানিকারক দেশ হচ্ছে চীন। সেই চীনকে টপকে এবার তুলা আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে উঠতে যাচ্ছে বাংলাদেশ। গত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ বিজনেস এমন সম্ভাবনার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য নিয়ে ব্লুমবার্গ বলেছে, তুলা আমদানিতে এই মৌসুমে বাংলাদেশের কাছে শীর্ষ স্থান হারাতে হতে পারে চীনকে। ব্লুমবার্গ আরও বলছে, ১৯৯৫ সাল থেকে ২০১২ সালের মধ্যে বিশ্ব তুলা রপ্তানির বাজারে বাংলাদেশের শেয়ার দ্বিগুণ হয়েছে। মূলত দেশটির তৈরি পোশাক খাতের সাফল্যের কারণেই এটি ঘটেছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে চীন। এরপরই বাংলাদেশের অবস্থান।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউএসডিএ বলেছে, চলতি মৌসুম শেষ হবে ৩১ জুলাই। এরই মধ্যে এ পর্যন্ত বাংলাদেশ রেকর্ড পরিমাণ ৫ দশমিক ৭৫ মিলিয়ন বেলস তন্তু আমদানি করেছে। এটি আগের বছরের চেয়ে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি। একই সময়ে ওই পণ্যটি চীন আমদানি করেছে ৫ দশমিক ৫ মিলিয়ন বেলস তন্তু।

সর্বশেষ খবর