সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
সাড়ে চার কোটি টাকার দুর্নীতি

বিমানের ডিজিএম এমদাদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রায় সাড়ে চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমদাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। গতকাল রাজধানীর বিমানবন্দর (ডিএমপি) থানায় দুদকের উপপরিচালক হামিদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এমদাদ হোসেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জটিল লেনদেনে লেয়ারিং করে অর্থের উত্স, অবস্থান এবং মালিকানা গোপন করার চেষ্টা করেছেন। দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ১৭৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রাহক মো. এমদাদ হোসেনের স্ত্রী আইরিন হোসেন, কন্যা ইসমত তাবাসসুম এবং তার কর্মচারী মির্জা আবদুস সাত্তার ও মো. মাজেদুল ইসলামের নামে ব্র্যাক ব্যাংক ও দি সিটি ব্যাংক লিমিটেডে হিসাব খোলেন। এসব হিসাবে অনেক বড় অঙ্কের আর্থিক লেনদেন করেন। ওই ব্যাংকে হিসাব খোলার ফর্মে এমদাদ হোসেন নিজেকে ব্যবসায়ী উল্লেখ করলেও ওইসব হিসাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে—যা সামঞ্জস্যপূর্ণ নয়। দুদকের অনুসন্ধানের সময় এমদাদ হোসেন তার অর্জিত ৪ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ১৭৫ টাকার কোনো বৈধ উত্স দেখাতে পারেননি। এসব কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, এমদাদ হোসেন সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ১২ নভেম্বর গ্রেফতার হন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর