সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ওমেগা এক্সিমে ভ্রাম্যমাণ আদালত

বিদেশি খাদ্যদ্রব্য জব্দ, সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে ওমেগা এক্সিম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান থেকে দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বিদেশি খাদ্যদ্রব্য জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে  চারজনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।

গতকাল দুপুরে পশ্চিম আগারগাঁওয়ের ২৪৬/১/বি-৮ নম্বরে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। র্যাব-২ এর অপস অফিসার এএসপি ইয়াছির আরাফাত জানান, অভিযানের সময় বিএসটিআইর অনুমোদনহীন বিদেশি খাদ্যদ্রব্য যেমন বিভিন্ন ধরনের আপেল ও অরেঞ্জ জুস, কিংবেল টুনাফিশ (থাইল্যান্ড), কিংবেল সুইট চিলি সস (থাইল্যান্ড), মাসরুম গার্ডেন ফ্রেস (চায়না), গ্রিনপিস কিংবেল (থাইল্যান্ড), ফ্রুট সিরাপ ককটেল (থাইল্যান্ড), লাইট মিট টুনা কিংবেল (থাইল্যান্ড), ফিশ সস কিংবেল (থাইল্যান্ড), ওয়েস্টার সস কিংবেল (থাইল্যান্ড), ইয়ংক্রোন কিংবেল (থাইল্যান্ড), ক্রাঞ্চি চিপস এবং টমেটো ক্যাচআপ কিংবেল (থাইল্যান্ড) ইত্যাদি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার রকিবুল হাসানকে ৬ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড; সহকারী ম্যানেজার কামরুল হাসান ও প্রধান ডিস্ট্রিবিউটর সাইফুল ইসলামকে ৮ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড এবং লজিস্টিক অফিসার জাহিদ আলমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ খবর