সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পোশাক খাতে কোনো শ্রমিক ঝুঁকিতে নেই

বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঝুঁকিতে থাকতে পারে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে কোনো শ্রমিক ঝুঁকিতে নেই। দেশের পোশাক খাত নিয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষণায় যে ৩০ লাখ শ্রমিক ঝুঁকিতে থাকার তথ্য প্রকাশ করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।  গতকাল রাজধানীর কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন সিদ্দিকুর রহমান। তিনি আরও বলেন, এ মুহূর্তে বিজিএমইএ ও বিকেএমইএর কোনো সদস্য কারখানার শ্রমিক ঝুঁকিতে নেই। দেশের প্রতিটি থানা ও গ্রামের বাজারে স্থানীয় টেইলারিং দোকান আছে। তারা লোকাল মেশিনে কাজ করেন। তাদের দায় আমাদের নয়। এই গবেষণা প্রতিবেদনটি পুরো বাংলাদেশ নিয়ে করলে ঠিক আছে। কিন্তু আমাদের সদস্য বা রপ্তানিমুখী পোশাক খাত নিয়ে করলে ঠিক নেই।  প্রসঙ্গত, চলতি মাসে প্রকাশিত নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্নস সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সাব-কন্ট্রাক্টিং বা ঠিকাদারি কাজ করে— এমন কারখানাগুলোর প্রায় ৩০ লাখ শ্রমিক বিপজ্জনক পরিবেশে কাজ করেন।

সর্বশেষ খবর