শিরোনাম
সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভারতীয়দের গাড়িতে ডাকাতি

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুই ডাকাতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতীয় শিখ পুণ্যার্থীদের গাড়িতে ডাকাতির ঘটনায় অংশ নিয়েছিল ১১ পেশাদার ডাকাত। ওই ঘটনায় গ্রেফতার হওয়া আরিফ হোসেন জয় এবং আরিফ হোসেন আরিফ ১৬৪ ধারায় জবানবন্দিতে এ তথ্য দেন। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে এ তথ্য দেন তারা। আদালত সূত্রে জানা যায়, দুই আসামি জবানবন্দিতে উল্লেখ করেন ওই ডাকাতিতে ১১ জন অংশ নেয়। তারা সীতাকুণ্ড ও আশপাশের এলাকার। ঘটনার দিন তারা বাবুর বাড়িতে বসে ডাকাতির পরিকল্পনা করে। রাতে নুনাছড়া কলাবাড়িয়ার শিম  ক্ষেতে লুকিয়ে থাকে শিকারের আশায়। এ সময় পুণ্যার্থীদের বহনকারী গাড়িটি আসে। প্রথমে ডাকাত দল একটি লোহার রড ছুড়ে মারে। তখন চালক গাড়ি নষ্ট হয়েছে মনে করে গাড়ি থামায়। এ সময় ডাকাত দল আরোহীদের ছুরিকাঘাত করে পুণ্যার্থীদের সঙ্গে থাকা ভারতীয় মুদ্রা, বাংলাদেশি টাকা,  মোবাইল ট্যাব ইত্যাদি লুট করে নিয়ে যায়।

সর্বশেষ খবর