মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফিটনেস

শীতে বাড়ে হাঁটু ব্যথা

শীতে বাড়ে হাঁটু ব্যথা

পৌষের এ সময়ে আবহাওয়ায় পরিলক্ষিত হচ্ছে ঋতু পরিবর্তনের খেলা। চারিদিকে বইছে শীতের হিমেল হাওয়া। এ সময়টায় শরীরে বিভিন্ন ব্যথ্যা নতুন করে বাড়তে থাকে। এগুলোর মধ্যে হাঁটু ব্যথা অন্যতম। এ ব্যথা শুধু ক্ষয়জনিত রোগেই নয়, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে। যেমন : রিউমাটয়েড আথ্রাইটিস, সেপটিক আথ্রাইটিস, গাউট, সোরিয়েটিক আথ্রাইটিস, এনকাইলজিং স্পন্ডে-লাইটিস, এসএলই ইত্যাদি। তবে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা সাধারণত অস্থিক্ষয়ের জন্যই হয়ে থাকে। জোড়ার ভিতর আঠালো এক ধরনের পদার্থ থাকে যা জোড়াকে নড়াচড়া করেত সহজ করে দেয়। অনেক ক্ষেত্রে এই তরল পদার্থ শুকিয়ে গেলে এই রোগ দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে হালকা গরম হওয়া, ফুলে যাওয়া, ব্যথা শুরু হওয়া এবং পরবর্তীতে হাঁটু নড়াচড়া করলে প্রচুর ব্যথা হয়। রোগীর নামাজ পড়তে, টয়লেট ব্যবহার করতে এবং দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়।  যেহেতু এ রোগের প্রধান কারণ ক্ষয়জনিত সমস্যা, তাই এর অন্যতম চিকিৎসা ফিজিওথেরাপি। অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ফলদায়ক। এছাড়া বিশেষজ্ঞরা রোগ নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন।

ডা. মো. সফিউল্যাহ প্রধান, চেয়ারম্যান, ডিপিআরসি ক্লিনিক ও হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর