মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিয়া দালাল আইন বাতিল করে শত্রুদের রক্ষা করেন

— লে. জে. সফিউল্লাহ

গাজীপুর প্রতিনিধি

সাবেক সেনাপ্রধান ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে মুক্তিযুদ্ধের শত্রুদের রক্ষা করেন। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই দালাল আইন তৈরি করেছিলেন। গাজীপুর জেলা শহরের উনিশচত্বর মুক্তমঞ্চে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সফিউল্লাহ বলেন, ওই দালাল আইনে সে সময় সাড়ে ৩৭ হাজার দালালকে ধরা হয়। তদন্ত শেষে সাড়ে ১১ হাজার দালালের বিচার কাজ চলছিল। এর মধ্যে ২২ জনের ফাঁসির রায় হয়েছিল। চিকন আলী নামের একজনের ফাঁসির রায় কার্যকরও হয়েছিল। তখনই ’৭৫-এর অঘটন ঘটিয়ে জিয়াউর রহমানরা ক্ষমতা দখল করেন। সফিউল্লাহ ঘোষণা করেন, এখন আমাদের একটিই দাবি— সব যুদ্ধাপরাধী ও দালালের বিচার কাজ সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১, গাজীপুর জেলা শাখা আয়োজিত জেলা কমিটি ঘোষণা উপলক্ষে এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আবুল হাশেম ভুইয়া প্রমুখ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ খবর