মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

একুশে গ্রন্থমেলার পরিসর বাড়ছে

সাংস্কৃতিক প্রতিবেদক

এক মাস ৯ দিন পরই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। প্রাণের এ মেলার পরিসর এবার আরও বাড়বে। একই সঙ্গে থাকবে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। মেলার পুরো সময় জুড়ে থাকবে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি। অন্যবারের চেয়ে এবারের মেলায় সিসি ক্যামেরার পরিধিও বাড়ানো হবে। গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আরও জানান, মেলা চলাকালীন সময়ে এবার দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত সব প্রকার যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি আর্চওয়ে থাকবে মেলার প্রতিটি প্রবেশমুখে। মেলা প্রাঙ্গণের অভ্যন্তরে ও বাইরে আরও বেশি আলোর ব্যবস্থা করা হবে। প্রবেশদ্বার ও বের হওয়ার পথের সংখ্যাও বাড়ানো হবে। গ্রন্থমেলা ২০১৬-এর পরিসর বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় পরিসর আরও বাড়ানো হচ্ছে। বাংলা একাডেমির অংশ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চও মেলার মূল পরিসরের সঙ্গে সংযুক্ত হবে। রমনা কালীমন্দিরে প্রবেশের পথ থেকেই শুরু হবে মেলা প্রাঙ্গণ। উদ্যানে টিনের বেষ্টনীর পাশাপাশি বাঁশের আরেকটি বেষ্টনী থাকবে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ২৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে গ্রন্থমেলা। এ ছাড়া ছুটির দিনগুলোতে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবার প্রকাশকদের বই আনা-নেওয়ার জন্য আলাদা ফটকের ব্যবস্থা থাকবে, যাতে বই আনা-নেওয়া সহজ হয়। এ ছাড়াও আগামী ৫ জানুয়ারি প্রকাশকদের নিয়ে আলাদাভাবে বসবে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে স্টল বিন্যাস কেমন হবে, স্টলের সংখ্যা কত হবে- এসব বিষয়ে আলোচনা হবে। মেলার আয়োজন যাতে সুষ্ঠু হয় সে জন্য প্রকাশকদের মতামত গ্রহণ করা হবে। মেলার প্রবেশপথ টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক ও ফুটপাথে ভ্রাম্যমাণ দোকান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতি সচিব আক্?তারী মমতাজ, সংস্কৃতি মন্ত্রণালয়ের ?যুগ্ম সচিব মনজুরুর রহমান, বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর