মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাজীপুর সিটি মেয়র মান্নানের দুর্নীতির সন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নানের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয় অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবদুল মান্নানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে দুদক সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ না করে মেয়র অধ্যাপক আবদুল মান্নান পুরো অর্থ আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক সামছুল আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, শিগগিরই মেয়র মান্নানকে নথিপত্রসহ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

উল্লেখ্য, মেয়র মান্নান বর্তমানে নাশকতার দুই মামলায় কারাগারে আটক রয়েছেন। মামলার কারণে স্থানীয় সরকার বিভাগ তাকে গত ১৯ আগস্ট মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।

সর্বশেষ খবর