মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা

দেশে দুই কোটি লোক কিডনি রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

কিডনি ফাউন্ডেশনের ১১তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে দুই কোটি লোক কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর ৪০ থেকে ৫০ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এ রোগের অন্যতম কারণ।

গতকাল মিরপুরের কিডনি ফাউন্ডেশনে আয়োজিত এই সেমিনারে হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশীদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ডায়াবেটিসে আক্রান্তদের ৪০ থেকে ৬০ ভাগ এবং উচ্চ রক্তচাপে আক্রান্তদের ৫০ থেকে ৬০ ভাগই জানেন না তারা এসব রোগে আক্রান্ত। যাদের উচ্চ রক্তচাপ ধরা পড়েছে অথচ নিয়ন্ত্রণ নেই— তাদের ১৫ থেকে ২০ ভাগ এবং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই-  তাদের ৩০ থেকে ৪০ ভাগ ক্রমান্বয়ে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন।

সর্বশেষ খবর