মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুশাসনের জন্য স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর করতে হবে -ড. তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশে আজ স্থানীয় সরকারব্যবস্থার কার্যকারিতা অনুপস্থিত। সুশাসন নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে হবে।

গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতরের মহাপরিচালক মো. মাহতাব উদ্দিন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতরের পরিচালক ওয়াহিদা হামিদ প্রমুখ। মতবিনিময় সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন পাবলিক সেক্টর ফাইন্যান্স স্পেশালিস্ট গোলাম মুস্তাফা। সভা সঞ্চালনা করেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। তোফায়েল বলেন, স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। অনেক ক্ষেত্রেই তারা এসব কাজে অভিজ্ঞ থাকেন না।

সর্বশেষ খবর