মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
দিনাজপুরে র‌্যাব মহাপরিচালক

জঙ্গিবাদের নিশানা মুছে দেওয়া হবে

দিনাজপুর প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে মডেল দেশে রূপান্তরিত করতে আমরা বদ্ধপরিকর। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অচিরেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদের নাম- নিশানা মুছে দেওয়া হবে। গতকাল দুপুর ১২টায় দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে র‌্যাব-১৩ আয়োজিত ‘অপরাধ প্রতিরোধমূলক’ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এদেশের ধর্মপরায়ণ মানুষদের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি মহল আমাদের যুবসমাজকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা তাদের সেই নীল নকশা পূরণ হতে দেব না। ১৬ কোটি বাঙালি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মহান বিজয়ের মাসে বীর বাঙালি আবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার প্রমাণ কাহারোলের মানুষ।

সর্বশেষ খবর